জুরাছড়িতে ভ্যাকসিনেটর ও খামারীদের প্রশিক্ষণ উদ্ধোধন

Published: 08 Jun 2020   Monday   

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় প্রাণী সম্পদের উদ্যোগে সোমবার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনেটর ও খামারীদের প্রশিক্ষণ উদ্ধোধন করা হয়েছে।

 

পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওয়াতায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে ভ্যাকসিনেটদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন করা হয়।


অন্যদিকে উপজেলা সম্মেলন কক্ষে আধুনিক প্রযুক্তিতে গুরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওয়াতায় খামারীদের প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়। উভয় প্রশিক্ষণ পৃথক পৃথক ভাবে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহফুজ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওয়াতায় ৪ জন ভ্যাকসিনেটর ও আধুনিক প্রযুক্তিতে গুরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওয়াতায় ২৫ জন খামারী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।


প্রশিক্ষণ উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন,দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। তাই নারীদের ঘরে বসে না রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে সুযোগ করে দিতে হবে। নারীদের অর্থনৈতিক অবদান রাখতে হলে নারীদের দক্ষতা অর্জন করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।


তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় বড় ধরনের খামার না তাকলেও পাহাড়ে অধিকাংশ ঘরে ঘরে গরু পালন করা হয়। কিন্ত অসচেতনতা ও অদক্ষার কারণে বংশবিষ্টার ও এসব গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরে। অথচ সরকার প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে স্বল্প খরচে বিভিন্ন পশুপাখির রোগ প্রতিরোধের টিকা কর্মসূচী বাস্তবায়ন করছে। এ সব কার্যক্রম গ্রহন করে অধিক লাভবান হওয়া সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত