দীঘিনালায় ধলাইমা বৌদ্ধ বিহারে ২৫ ফুট উচু বৌদ্ধমূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে সেনা বাহিনী

Published: 31 Mar 2015   Tuesday   

খাগড়াছড়ির দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা পিএসসি বলেছেন, বৌদ্ধধর্মে ভগবান গৌতম বুদ্ধ অহিংসাকে পরম ধর্ম হিসাবে আখ্যায়িত করেছেন। তাছাড়া সব ধর্মেই শান্তি সম্প্রীতি ও অহিংসার কথা বলা হয়েছে। তাই ধর্মীয় নির্দেশনা পালনের মাধ্যমে সকলে মিলেমিশে অহিংস চেতনায় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে এগিয়ে আসতে হবে।

 

তিনি ৩০ মার্চ উপজেলার কামাকোছড়া (ধলাইমা) বৌদ্ধ বিহারে ২৫ ফুট উচু বৌদ্ধমূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জোন অধিনায়ক আরো বলেন, সেনাবাহিনী এ অঞ্চলে বসবাসরত মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে আসছে। সাধারন মানুষের কল্যাণে কাজ করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।


তিনি বলেন, সন্ত্রাসী, চাদাবাজ এবং দেশোদ্রোহী কখনো সাধারন মানুষের বন্ধু হতে পারে না। তাই সাধারন মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সন্ত্রাস বিরোধী সেনা অভিযান অব্যাহত থাকলেও এক্ষেত্রে নিরীহ নিরাপরাধ সাধারন মানুষের ভয়বীতির কোনো কারন নেই। সন্ত্রাসী ও চাদাবাজী বন্ধে আইশৃংখলা বাহিনীকে সহযোগিতা প্রদানের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান। এসময় বুদ্ধমূর্তি নির্মাণে প্রাথমিক সহায়তা হিসেবে বিহার পরিচালনা কমিটিকে তিনি নগদ ১০ হাজার টাকা প্রদান করেনে। প্রয়োজনে আরও আর্থিক সহায়তা দেয়া হবে বলে তিনি বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন।


অনুষ্ঠানে দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ, জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নান, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বিহারাধ্যক্ষ লোকমিত্র ভিক্ষু ও সাবেক বিহারাধ্যক্ষ করুনা লংকার ভিক্ষুসহ ধর্মপ্রান দায়ক দায়িকাগন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত