জুরাছড়িতে সেনা বাহিনীর পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ বিতরণ

Published: 06 Jun 2020   Saturday   

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ও এলাকায় খাদ্য সংকট মোকাবেলায় শনিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। 

 

জুরাছড়ি সেনা জোনের উদ্যোগে উপজেলা মাঠে ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হাসান। এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, জেুরাছড়ি সেনা জোনের ওয়ারেন্ট অফিসার আব্দুল মমিন, স্থানীয় কার্ব্বারী আশুগোপাল চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে প্রমূখ উপস্থিত ছিলেন। ত্রান সামগ্রির মধ্যে রয়েছে আটা, সুজি, লবন, চিনি, সেমাই, লুডুলস, ডাল ও দুধ ।


জুরাছড়ি সেনাজোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হাসান বলেন, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনা বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত