রাঙামাটি শহরের টিটিসি সড়কে হাত ধোয়ার বেসিন স্থাপন করেছে সিআইপিডি

Published: 05 Jun 2020   Friday   

হাত ধোয়াই সকল প্রকার ভাইরাস ও রোগ জীবানু থেকে নিজেকে রক্ষা করার সর্বোত্তম কৌশল- এই ধারণার প্রচার ও সকলকে উদ্ভুদ্ধ ও অভ্যস্ত করতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি রাঙামাটি শহরের  বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপনের পদক্ষেপ গ্রহন করেছে।  


এরই অংশ হিসেবে শুক্রবার শহরের টিটিসি সড়কের টিটিসি গেইট সংলগ্ন স্থানে(দোকানের সামনে) সিআইপিডি’র আঞ্চলিক ব্যবস্থাপক ভেট্যায়েন চাকমা একটি হাত ধোয়ার বেসিন সকলের জন্য উম্মুক্ত করে দেন। এসময় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। টিটিসির এলাকাবাসীরা এই বেসিন স্থাপনের জন্য  সিআইপিডি’র এই উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন।


বেসিনটি উম্মুত্ত করে ভেটায়্যান চাকমা বেসিনটি বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ হাত থেকে রক্ষা পেতে আমাদের সকলের সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করে সকলকে এটি সংরক্ষণ ও ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন।


উল্লেখ্য,ইতোমধ্যে সিআইপিডি গেল ১২ মে রাজবাড়ী রোডে এ ধরনের বেসিন স্থাপন করেছে। এছাড়া সিআইপিডি গেল এক মাস যাবৎ টিটিসি সড়কে জীবানু নাশক ছিটাচ্ছে এবং এলাকা পর্যায়ে জীবানুনাশক ছিটানোর জন্য গেল ১৩ মে জীবানুনাশক সামগ্রী (স্প্রে মেশিন, ব্লিচিং পাউডার, বালটি, মগ, পিপিই ও হ্যান্ড গ্লোভস) বিতরণ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত