বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় সুভলং ইউনিয়নের জন্য সরকারের বিশেষ বরাদ্দকৃত চাল গেল মঙ্গলবার ওয়ার্ড মেম্বারদের হাতে বিতরণ করা হয়েছে। এসব বরাদ্দৃকত চাল ওয়ার্ড মেম্বাররা নিজেদের ওয়ার্ডের পরিবারের মাঝে বিতরণ করবেন।
সুভলং ইউপি কার্যালয়ে এসব বরাদ্দকৃত চাল মেম্বারেদর হাতে তুলে দেন ওউ ইউনিয়ন পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মধুমিলন চাকমা। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা সুূদীপ্ত চাকমা,সুবলং ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের মেম্বার কালামুনি চাকমা,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের (সংরক্ষিত)মহিলা সদস্য লক্ষী দেবী চাকমা,১,২ ও ৩ নং ওয়ার্ডে (সংরক্ষিত)মহিলা সদস্য বুলবুলি চাকমা ৫নং ওয়ার্ডে মেম্বার কাঞ্চন চাকমা এবং ৪,৫ও ৬নং ওয়ার্ডে (সংরক্ষিত) মহিলা সদস্য সুস্মিতা চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বরাদ্দকৃত চালের মধ্যে রয়েছে সুবলং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে প্রতি পরিবার চাল ১০ কেজি করে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার৫শ কেজি চাল, ২ নং ওয়ার্ডে ১৬০পরিবারের সর্বমোট ১হাজার ৬শ কেজি চাল , ৩নং ওয়ার্ডে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল,৪নং ওয়ার্ডে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল, ৫নং ওয়ার্ডে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল,৬নং ওয়ার্ডে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল,৭নং ওয়ার্ডে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল,৮নং ওয়ার্ডে ১৫০ পরিবারের সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল ও ৯নং ওয়ার্ডে ২২০ পরিবারের ২হাজার ২শ কেজি চাল সর্বমোট ১৪শ ৩০ পরিবারের ১৪হাজার ৩শ কেজি চাল ওয়ার্ড মেম্বারদের হাতে তুলে দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.