কিরণের পক্ষ থেকে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়কে ৩শ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান

Published: 03 Jun 2020   Wednesday   

মানবতার টানে দূর পাহাড়ের পানে-স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন কিরণ এর পক্ষ থেকে বুধবার রাঙামাটি সিভিল সার্জনের কাছে ৩শ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে এন-৯৫ মাস্ক, চশমা ও ফেইস সিলড প্রদান করেছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক লাখ টাকার সমমূল্য  ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গ্রহন করেন জেলা সিভিল সার্জন ডা:বিপাশ খীসা। এসময় সিভিল কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল, কিরনের রাঙামাটি জেলা শাখার সভাপতি জুয়েল বড়ুয়া, সহ-সভাপতি সুব্রত দাশ ও সজিব দাশ উপস্থিত ছিলেন।

 

এ সময় ডাঃ বিপাস খীসা বলেন, বর্তমান প্রেক্ষাপটে এসব সুরক্ষা সামগ্রী তাদের খুব দরকার ছিল এবং এর দ্বারা জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিত`রা বেশ উপকৃত হবেন। তিনি "কিরণ" এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য,  তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় ব্রত নিয়ে একদল উদ্যমী স্বপ্নবাজ তরুণ`দের সমন্বয়ে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "কিরণ"। তারই ধারাবাহিকতায় `কিরণ` যাত্রার শুরু থেকেই মানবতার ডাকে সাড়া দিয়ে তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি ঔষধপত্রাদি। সংগঠনের মানবিক কার্যক্রমের ২য় ধাপে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে প্রায় এক লক্ষ টাকা সমমূল্যের ৩০০পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করলো। সংগঠনে দীপংকর নন্দী, বাপন ধর ও টিটু কান্তি দে এর মত নিবেদিত প্রাণ মানুষ রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত