কাপ্তাইয়ে নৌ-বাহিনীর সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৭ জন করোনায় আক্রান্ত

Published: 02 Jun 2020   Tuesday   

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নৌ- বাহিনী এক সদস্য ্ও স্বাস্থ্যকর্মীসহ আরো নতুন করে ৭ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।  সোমবার (১ জুন) রাতে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে কাপ্তাইয়ের এই ৭ জন করোনা সনাক্ত হয়।  রাঙামাটি জেলার সিভিল সার্জন দপ্তরে কর্মরত মেডিকেল অফিসার জেলা করোনা বিষযক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে আক্রান্তদের মধ্য ২ জন পুরুষ কাপ্তাই নৌ-বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্য এবং ৪ জন মহিলা এরা নৌ-বাহিনী পরিবারের সদস্য।  এছাড়া, আক্রান্ত অপর ১ জন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান।

 

ডাঃ মাসুদ আরো জানান, এরআগে একজন নৌ-বাহিনীর কর্মকর্তার করোনা পজেটিভ আসায় তার সংস্পর্শে আসা লোকদের গত ২৮ মে নমুনা নেওয়া হয়। তাদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ আসে। এদিকে করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মী তাদের নমুনা সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে পারে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান। গত ২৮ মে তারও নমুনা নেওয়া হয়।

 

তিনি আরও জানান, বর্তমানে তাদের শরীরে অন্য কোন লক্ষন না থাকায় তারা নিজ নিজ বাসভবনে  হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা  নেবেন বলে জানান ডাঃ মাসুদ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত