লামায় বজ্রপাতে কৃষক আহত

Published: 31 Mar 2015   Tuesday   

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে গুনেন্দু বড়ুয়া (৪০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে লামা পৌরসভা এলাকার রাজবাড়ী বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গুনেন্দু বড়ুয়া বড়ুয়া পাড়ার  মৃত জীবেন্দ্র বড়ুয়ার ছেলে।

 

জানা গেছে, গুনেন্দু বড়ুয়া তার নিজ বাড়ির পাশে তামাক প্রক্রিয়াজাত করার তন্দুরে কর্মরত অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে আচমকা বজ্রসহ কাল বৈশাখী বৃষ্টিপাত শুরু হয়। এসময়  আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।  পরে  তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত