করোনা ভাইরাসের মধ্যে আরেকটি অবৈধ অস্ত্র ভাইরাসের আমরা আক্রান্ত-দীপংকর তালুকদার এমপি

Published: 29 May 2020   Friday   

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার তিন পার্বত্য জেলায় করোনা ভাইরাসের মধ্যে আরেকটি ভাইরাসের আমরা আক্রান্ত তা হলো অবৈধ অস্ত্র বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদের কারণে আমরা আতংকিত শুধু নয়, জীবনমান ও শংকার মধ্যেও আসি। 

 

শুক্রবার রাঙামাটিতে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষন ও সমন্বয় সংক্রান্ত বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ সদস্য দীপংকর তালুকদার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, জেলা  সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ অনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী রাঙামাটি সদর হাসপাতালের জন্য ১০০ পিস এন ৯৫ মাস্ক সিভিল সার্জনের তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত