রাঙামাটির বন্দুকভাঙ্গায় ৫০ পরিবারকে ত্রাণ দিয়েছে হিলর ভালেদী

Published: 28 May 2020   Thursday   

করোনায় কর্মহীন হয়ে পড়া রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নে হত দরিদ্র ৫০ পরিবারের মাঝে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিয়েছে সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদী। 

 

হিলর ভালেদী সাংগঠনিক সম্পাদক নিপায়ন চাকমার নেতৃত্বে ৫ নং বন্দুক ভাঙ্গা ইউনিয়নের কয়েকটি দুর্গম প্রত্যান্ত এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৫ নং বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য নিলীমা চাকমা, হিলর ভালেদীর ও হিলর প্রোডাকশন’র প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিয় চাকমা (শুভ), নিপায়ন চাকমা, সিনিয়র সদস্য সুমন চাকমা, সদস্য রতন জ্যোতি চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, লবণ,কাঁচামরিচ,নাপ্পি(চিদোল),পেঁয়াজ,সয়াবিন তেল,আলু,সেমাইসহ মোট আট প্রকার খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।


সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিপায়ন চাকমা জানান, পার্বত্য চট্টগ্রামের সঙ্গীত শিল্পীদের নিয়ে হিলর ভালেদী এই উদ্যোগ নেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে ৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত