করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে পানছড়ি ও দীঘিনালা দুই উপজেলায় একশত আশি গৃহবন্দি, কর্মহীন ও অসহায় পবিারের মাঝে বৃহস্পতিবার খাদ্য সহায়তা দিয়েছেন চাঙমা একাডেমী।
পানছড়ি চেঙ্গী ইউনিয়নের কার্যালয়ে চারটি গ্রামের ৫০ টি অসহায় কর্মহীন পরিবারকে ২০ কেজি করে চাউল বিতরন করা হয়। চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কালাচাঁদ চাকমা,চাঙমা একাডেমীর সাধারণ সম্পাদক জ্ঞানদর্শী চাকমা ও চাঙমা একাডেমীর সদস্য সাংবাদিক রূপায়ন তালুকদার। এ খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা বলেন বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না। করেনার এই মহা দুর্যোগের সময় সরকারী সংস্থার পাশিাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও অসহায় কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। তারই ধারা বাহিকতায় চাঙমা একাডেমীর আজ এই খাদ্য সহায়তা। এ জন্য তিনি চাঙমা একাডেমীকে ধন্যবাদ জানান।
এ সময় চাঙমা একাডেমীর সাধারণ সম্পাদক জ্ঞানদর্শী চাকমা জানান, চাঙমা একাডেমী মূলত চাঙমা ভাষা ভিত্তিক চাকমাদের একটি সংগঠন। এটি চাকমা ভাষা গবেষনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকে, তারই ধারাবাহিকতায় আজ এই খাদ্য সহায়তা। তবে এ খাদ্য সহায়তার ক্ষেত্রে সহযোগীতা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ^াস। এ সময় তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসকে চাঙমা একাডেমীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে দুপুরে চাঙমা একাডেমীর সহ-সভাপতি আর্যমিত্র চাকমা দীঘিনালা উপজেলার বাবছড়া বৌদ্ধ বিহার মাঠে, বদাদম বাজার ও উদোল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে সাতটি গ্রামে একশত ত্রিশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।
এর আগে বুধবার খাগড়াছড়ি খাদ্য গুদাম এলাকা থেকে খাগড়াছড়ি সদরের ৬টি গ্রামে একশত পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল খাদ্য সহায়তা পরিতরন করেন চাঙমা একাডেমীর সভাপতি সন্তোষিত চাকমা বকুল। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আর্যমিত্র চাঙমা ও সদস্য সাংবাদিক রূপায়ন তালুকদার।
এ সময় সন্তোষিত চাকমা বকুল বলেন করোনা কারনে অসহায় কর্মহীন ও দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ খাদ্য সহায়তার জন্য সহযোগীতা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। এ সময় তিনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলকে স্বাস্থ বিধি মেনে চলার ও পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.