করোনা প্রতিরোধে রাঙামাটি রেড ক্রিসেন্টের ৯০ লাখ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান

Published: 27 May 2020   Wednesday   

করোনা প্রতিরোধে কাপ্তাইসহ জেলার ১০ উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট হতদরিদ্র দু`হাজার পরিবারের মাঝে ৯০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইকোসেক প্রজেক্টের সহযোগিতায় জেলার ১৯টি কমিউনিটির ১৫শ` পরিবার ও প্রজেক্টের আওতাবর্হিভুত ৫শ` পরিবার মিলে মোট ২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবার পিছু ৪ হাজার ৫শ` টাকা হারে এই নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

 এরমধ্যে ইকোসেক প্রজেক্টের আওতাধীন সদর উপজেলায় ১শ`১৭ পরিবার, কাপ্তাই উপজেলায় ৫শ` ৭৩, কাউখালী উপজেলায় ৩শ`২৫, লংগদু উপজেলায় ৪শ` ৩৩, বরকল উপজেলায় ৫২ পরিবার। এছাড়া, প্রজেক্টের আওতাবর্হিভুত   রাঙামাটি পৌর এলাকাধীন ১শ` ৩০ পরিবার, জুড়াছড়ি উপজেলায় ৭০, বিলাইছড়ি উপজেলায় ৭০, রাজস্থলী উপজেলায় ৭০, নানিয়ারচর উপজেলায় ৬০ এবং বাঘাইছড়ি উপজেলায় ১শ` পরিবার। সর্বমোট ২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবার পিছু ৪ হাজার ৫শ` টাকা হারে ৯০ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আর্ন্তজাতিক রেড ক্রস কমিটির যৌথ সহযোগিতায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলার ১০টি উপজেলায় এই "নগদ অর্থ সহায়তা" প্রদান করা হয় বলে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান জানান। এছাড়া দূর্গম এসব উপজেলায় সীমাহীন কষ্ট করে নগদ অর্থ সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি আইসিআরসি, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত