রাঙামাটিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Published: 31 Mar 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ,জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট সাইফ আহমামদ, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার প্রমূখ।


এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন,অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা জামান ও রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান র‌্যালীতে অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন বলেন,সরকারী ভাবে দূর্যোগ মোকাবেলায় সর্বক্ষণ ত্রান ও দূর্যোগ পূর্ণবাসন মন্ত্রনালয় যথেষ্ট সচেতন রয়েছে। তাই দূর্যোগ মোকাবেলায় সকলের সচেতন থাকতে হবে। দূর্যোগে সাহসিকতার পরিচয় দিয়ে ফায়ার সার্ভিস, রেডক্রস ও রেডক্রিসেন্ট,এনজিও সংস্থা ও সরকারী বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত