রাঙামাটিতে যথাযোগ্য ধমীয় মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার রাঙামাটির প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ও রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি মসজিদে সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে ৩ টিরও বেশী ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রাঙামাটি শহরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত তবলছড়ি ঈদ গাঁ মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবলছড়ির লোকজন ঈদ জামাতে অংশ গ্রহণ করেন। জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, ঈদের নামাজ পড়েন ডিসি বাংলো এলাকায় মসজিদে। রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির ঈদ জামাত পড়েন নিজ বাংলোতে। রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর ঈদ জামাতে অংশ গ্রহণ করেন রিজার্ভ বাজার জামে মসজিদে।
এছাড়াও জেলার সব কটি মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.