দীঘিনালায় জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের নিন্দা ও প্রতিবাদ

Published: 23 May 2020   Saturday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান থেকে জুম্ম ফিল্ম এসোশিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন,শনিবার  পৌনে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ জ্ঞানকীর্তি চাকমাকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে মোটর সাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।‘তাকে অপহরণের পূ্র্বে সন্ত্রাসীরা কার্বারী টিলা নামক স্থানে আনসার ক্যাম্পের পাশে ইউপিডিএফের প্রাক্তন সদস্য মটর চাকমাকে ধাওয়া করে এবং তার দিকে লক্ষ্য করে গুলি চালায়।

 

বিবৃতিতে দাবী করা হয়, বাবুছড়ায় অবস্থান করে সন্ত্রাসীরা তাদের খুন, অপহরণ, চাঁদাবাজি ও হুমকিসহ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড চালালেও তাদের প্রশাসন আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। বিবৃতিতে অবিলম্বে জ্ঞানকীর্তি চাকমাকে উদ্ধার বা মুক্তি এবং অপহরণকারী-খুনী-সন্ত্রাসী চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত