৫২ বছর পর হরিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্ধোধনঃ গ্রামবাসীরা আনন্দে ভাসছে

Published: 31 Mar 2015   Tuesday   

৫২বছর পর খাগড়াছড়ি জেলা সদরস্থ দূর্গম পাহাড়ী এলাকার হরিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হওয়ায় আনন্দে ভাসছে ৮টি ত্রিপুরা অধ্যুষিত গ্রাম। জরাজীর্ণ স্কুলটি নতুন ভবনে রূপান্তর ও উদ্বোধনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছিল এসব গ্রাম। 

 

মঙ্গলবার খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা দুই কিলোমিটার পায়ে হেটে গিয়ে এ  হরিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেছেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, সদর উপজেলা যুবলীগ সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, টিএসএফ সভাপতি অভিক মোহন ত্রিপুরা প্রমূখ। পরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হেমরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এর আগে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে লাল গোলাপের ছিটিয়ে অতিথি বরণ করেন। বর্ণাঢ্য আয়োজনে ছিলেন গাছবান এলাকার আমলাই হাদুকপাড়া বাসী।

 

জানা যায়, ১৯৬২ সালে জেলা সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ৭নং  ওয়ার্ডে ৮টি গ্রামের জন্য স্থানীয়রা বাঁশ বেড়া, ছন দিয়ে হরিকুঞ্জ পাড়া প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। দীর্ঘ বছর পর স্কুলটি অবশেষে ২০১৩-১৪ অর্থ বছরে ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন  প্রকল্প (পিইপিডি-৩) এর অধিন ৬১ লক্ষ টাকা ব্যয়ে পাকা ভবন হয়েছে। তবে মেইন সড়ক হতে ৭কি:মি: রাস্তার মধ্যে ২ কি:মি: সড়ক এখনও নির্মিত না হওয়ায় স্থানীয় সাংসদ পায়ে হেটে উচুনিচু পাহাড় পেরিয়ে স্কুল প্রাঙ্গণে পৌছান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত