প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাবিপ্রবি’র একদিনের বেতনের চেক হস্তান্তর

Published: 18 May 2020   Monday   

করোনায় জনস্বাস্থ্য ও জীবন-জীবিকার উপর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মানবিক সহায়তা হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের সমপরিমাণ অর্থ দিয়েছে।

 

এক প্রেস বার্তায় বলা হয়,করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মানবিক সহায়তা হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এপ্রিল মাসের একদিনের সমপরিমাণ অর্থ দিয়েছে। যার পরিমাণ এক লক্ষ টাকা। সোমবার এক লক্ষ টাকার অনুদানের চেক জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ও বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (হিসাব) সাইফুল আলম উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত