করোনা ভাইরাসের কারনে খাগড়াছড়ির দীঘিনালায় কর্মহীন অসহায় পরিবারদের মাঝে সেনাবাহিনীর ত্রানসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি ও ধনপাতাসহ বিভিন্ন পাহাড়ী পল্লীর পাঁচ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের উদ্যোগে প্রথমে ধনপাতা ছড়ারপাড়ে শারীরীক দুরত্ব বজায় রেখে খোলা মাঠে ত্রানসামগ্রী বিতরণ করা হলেও পরে ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে দীঘিনালা জোনের একদল সেনা সদস্য বৃষ্টিতে ভিজে বাড়ি বাড়ি ত্রানসামগ্রী পৌছে দেন। এসময় দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল আদনান কবির পিপিএম (বার) পিএসসি ও উপ অধিনায়ক মেজর তৌহিদুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা উপস্থিত ছিলেন।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ১ কেজি, আলু ২ কেজি, পেয়ারজ ১ কেজি, লবন ১ কেজি ও সাবান ২ টি। সেনাবাহিনীর ত্রানসামগ্রী পেয়ে খুশি দুর্গম এসব পাহাড়ী পল্লীর মানুষ। তাদেরই একজন সুফিয়া চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে কোনো কাজকর্ম করতে পারছি না। তাই পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রানসামগ্রী প্রদান করায় আমরা খুশি। বাড়ি বাড়ি ত্রাসামগ্রী পৌছে দেয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুর্গম পাহাড়ী এলাকার অসহায় লোকজনের বাড়ি বাড়ি ত্রানসামগ্রী পৌছে দিয়ে মানবিকতায় নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার বলে জানান তিনি।
ত্রান বিতরণে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে করোনা ভাইরাসের কারনে দুর্গম পাহাড়ী এলাকায় কর্মহীন অসহায় পরিবারদের বাড়ি বাড়ি আমরা ত্রানসামগ্রী পৌছে দিচ্ছি। যেকোন সংকটে সাধারন মানুষের পাশে থেকে কাজ করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.