করোনায় মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যাগে শুক্রবার কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য অভিনব এক মিনিটের বিনামূল্য বাজার চালু করা হয়েছে।
রাঙামাটি মারী স্টেডিয়ামে এক মিনিটের বাজার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল ইসলামসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব নিশ্চিত কমোত্র আধা ঘন্টার মধ্যে প্রথম দিনে কর্মহীন, দুঃস্থ, অসহায় ও নি¤œ আয়ের ২শ পরিবার এই এক মিনিটের বাজারের সুবিধা পায়। এসময় জীবানুমুক্ত হওয়ার লক্ষে প্রবেশ পথে জীবানুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। এক মিনিটের বাজারের মধ্যে ছিল চাল, আলু, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, কচু লতিসহ নানা ধরণের সবজি। প্রতিবন্ধি ও দুঃস্থ পরিবারের তালিকা করে নির্দির্ষ্ট একটি টোকেনের প্রদানের মাধ্যমে বিনামূল্যে এই খাদ্য সামগ্রি সহায়তা দেয়া হয়। বিনামূল্য এক মিনিটের বাজার থেকে এসব খাদ্য সামগ্রি পেয়ে খুশি বাজারে আসা নি¤œ আয়ের লোকজন।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত মাঠ থেকে সরাসরি সব্জি ক্রয় করা হয়েছে। এতে এই দুসময়ে কৃষকরা নায্য মূল্য পাচ্ছে। অন্যদিকে যারা একেবারে গরীব, খেতে খাওয়া মানুষ, দিন মজুর যারা বর্তমান কষ্টের মধ্যে রয়েছেন তাদের কাছে এই খাদ্য সামগ্রি পৌছে দিতে পারছি। এখানে একটা বাজারের পরিবেশ রয়েছে তবে বিনামূল্যে এই খাদ্য সামগ্রি দেয়া হয়েছে। ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.