রাঙামাটির রিজার্ভমুখে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বস্ত্র দিলেন মনোয়ারা বেগম

Published: 14 May 2020   Thursday   

রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ  করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।

 

জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে শাড়ী, লুঙ্গি বস্ত্রগুলো বিতরণ করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত’সহ এলাকার গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন।

 

বস্ত্র বিতরণকালে জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান বলেন, মানুষ মানুষের জন্য আর এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসাটাই তাদের নতুন করে বাঁচার সাহস ও প্রেরণা যোগাবে। তিনি বলেন, সমাজের প্রত্যেক বিত্তবানদের সমাজসেবা  মূলক কাজে এগিয়ে আসাটা প্রয়োজন। বিশেষ করে যে কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে এসে দাড়াতে হবে। তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশে বলেন, আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুশিয়ে দেওয়া হয়তো আমাদের সম্ভব না। তবুও এই দুঃসময়ে আপনাদের পাশে এসে কিছু করতে পারাটাই এখন অনেক বড় কিছু। তিনি বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের মূল কারণ। তাই সাবধানতা অবলম্বন করে সচেতনভাবে সকলকে বসবাস করতে হবে। 

 

উল্লেখ, গেল ৯মে শহরের রিজার্ভমুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে একটি বাসা থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভির্সের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত