মঙ্গলবার রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড ট্র্যাস্টের (ব্লাষ্ট) উদ্যোগে তথ্যানুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা সাসের কনফারেন্স কক্ষে ব্লাষ্টের সমন্বয়ক এডভোকেট জুয়েল দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চল শাখার আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা। কর্মশালায় ব্লাস্টের কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের এডভোকেট মিলন চাকমা প্যারা লিগ্যাল সুগন্ধী চাকমা এডভোকেসী অফিসার কনিম চাকমা প্রশিক্ষক হিসাবে ছিলেন। কর্মশালায় জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের মাধ্যমে দরিদ্র বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠির ন্যায়বিচার নিশ্চিত করণে কর্মশালায় গুরুত্বপুর্ন আলোচনা করা হয় এবং অংশগ্রহনকারী প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহন করা হয়। এ প্রকল্পের কর্মকান্ড অধিকার বঞ্চিত মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে ব্লাস্টের সমন্বয়ক এডভোকেট জুয়েল দেওয়ান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.