রাঙামাটিতে করোনায় আরো ১০ জনের পজিটিভ,মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন

Published: 14 May 2020   Thursday   

রাঙামাটিতে করোনা ভাইসরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আরো ১ নার্সসহ ১০জনের দেহে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে রাঙামাটিতে ২ জন চিকিৎসক, ৬ জন নার্সসহ মোট ২৪ জন করোনায় আক্রান্ত হলেন। ফলে দীর্ঘ দিন ধরে দেশের  একমাত্র জেলা হিসেবে রাঙামাটি জেলাটি করোনামুক্ত থাকলেও বর্তমানে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধিতে  রাঙামাটিবাসীর মনে উদ্বেগ দেখা দিচ্ছে। 


রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো নমুনা রিপোর্টে বৃহস্পতিবার আরো ১০ জনের দেহে পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন আয়া, জুরাছড়িতে ৬ জন এবং লংগদুতে ২ জন রয়েছেন।

 

তিনি আরো জানান,এ পর্ষন্ত রাঙামাটি থেকে ৫১১ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪০১ জনের ফলাফল এসেছে। তাদের মধ্যে থেকে ২৪ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। বাকী ৩৭৭টি নেগেটিভ এসেছে। ১১০টি রিপোর্ট এখনো আসেনি। 


এদিকে, গেল বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালের ৪ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে।

 

জুরাছড়ি প্রতিনিধি জানান, জুরাছড়িতে আক্রান্তদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী  ও জামাই রয়েছেন। তাদের বাড়ী জুরাছড়ি সদরের হাসপাতাল এলাকায়। তাদের হাসপাতাল এলাকায় ভাতের হোটেল রয়েছে।  এছাড়া আক্রান্তদের মধ্যে ২ জন চট্টগ্রামের পোশাক কারখানার কর্মী। তাদের বাড়ী জুরাছড়ি সদরের বালুখালী মুখ এলাকায়। অপর ১ জন নারায়নগঞ্জ ফেরত শিক্ষার্থী। তার বাড়ী উপজেলা সদরের মিতিঙ্গাছড়ি(মগ বাজার) এলাকায়। তবে আক্রান্তরা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। 


উল্লেখ্য, গেল মঙ্গলবার ২ জন চিকিৎসকসহ ৫ জনের করোনায় পজিটিভ আসে। এর আগে গেল ৬ মে ১জন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। তারপর দিন আরো ১জন নার্সের করোনা পজিটিভ ধরা পড়ে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত