করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটির বরকলের কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বুধবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট।
সুবলং বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়নের ৩৫টি কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিঙজেলা ইউনিটের আজীবন সদস্য ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা।
এ সময় বরকল উপজেলার সুবলং ইউপি চেয়ারম্যান (ভাঃ) মধু মিলন চাকমা, ২নং সুবলং ইউপি সদস্য চন্দ্র কুমার চাকমা’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় সবির কুমার চাকমা বলেন, সারা বিশ্বের মহামারী এই করোনার আগ্রাসনকে রুখতে সকলের স্বাস্থ্য সচেতনতাই জরুরি। অযথা নিজে আতংকিত হবেন না, অন্যকে আতংকিত করবেন না। সবাই সরকারের নির্দেশনাবলি মেনে চলুন। একে অপরকে সামাজিক দূরত্বের মাধ্যমে শৃংখলায় সাহায্য করুন। তিনি আরো বলেন, এমন দুর্যোগময় মুহূর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.