করোনা ভাইরাস মোকাবেলায় খাগড়াছড়িতে কর্মহীন পরিবারের মাঝে সোমকার চাল বিতরণ করেছে ত্রিপুরা কল্যাণ সমিতি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
খাগড়াপুর ত্রিপুরা কল্যাণ সমিতির কার্যালয় প্রাঙ্গণ হতে জেলার ৮ উপজেলায় ৩ হাজার ৯ শত ৭১ পরিবারের মাঝে ৪২ টন চালবাহী গাড়ি বিতরণ কমিটিকে বুঝিয়ে দেন প্রতমিন্ত্রী র্মযাদা সম্পন্ন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শনর্রাথী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, খোকোনেশ্বর ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা প্রমূখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে - করোনা ভাইরাস কোভিট-১৯ মহামারী উত্তরণে ত্রিপুরা কল্যাণ সমিতি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যেভাবে প্রান্তিক জনগোষ্ঠির মানুষের পাশে এগিয়ে এসেছে তার জন্য সাধুবাদ জানান। এছাড়াও খাগড়াছড়ির হতদরিদ্র ও কর্মহীন পরিবারের খাদ্য সংকট মোকাবেলায় এগিয়ে আসা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.