রাঙামাটিতে কর্মহীন ও দরিদ্র ৭শ পরিবারের মাঝে আশার ত্রাণ সামগ্রি বিতরণ

Published: 11 May 2020   Monday   

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটিতে কর্মহীন, দরিদ্র ও অসহায় ৭শ পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সোমবার ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।


জেলা প্রশাসন কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা পক্ষ থেকে রাঙামাটিতে কর্মহীন ও দরিদ্র অসহায় ৫শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রির ব্যাগ জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের কাছে হস্তান্তর করা হয়। এসময় আশার জেলা ম্যানেজার শ্রীনাল বড়ুয়া, এরিয়া ম্যানেজার তপন চাকমা, ব্রাঞ্চ ম্যানেজার মাশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসব ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ডাল ২কেজি, আলু ২কেজি, তৈল ১লিটার ও লবন ১কেজি।

 

এছাড়া রাঙামাটি উপজেলা সদর নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমার কাছে ২শ পরিবারের জন্য ত্রাণ সামগ্রি তুলে দেয়া হয়।


আশার জেলা ম্যানেজার শ্রীনাল বড়ুয়া বলেন, করোনায় কর্মহীন হযে পড়া দরিদ্র অসহায়দের জন্য দেশের প্রতিটি উপজেলায় জেলা প্রশাসকের মাধ্যমে ৫শ ব্যাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ২শ ব্যাগ ত্রাণ বিতরণ করবো। আশার প্রেসিডেন্টের নিদের্শে আশার পক্ষ থেকে সারা দেশে ১২কোটি টাকার ত্রাণ সামগ্রি ১১ মে থেকে ১৪ মে পর্ষন্ত বিতরণ করা হবে।


জেলা প্রশাসক কেএম মামুনুর রশীদ আশা প্রশাসনের ত্রাণ তহবিলে ৫শ ব্যাগ খাদ্য সামগ্রি প্রদান করেছে তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারীভাবে রাঙামাটির দশ উপজেলায় ও পৌর সভায় পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রি বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পরিস্থিতিতে দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ যার যার খাদ্য সামগ্রি প্রয়োজন তাদের সবার ঘরে ঘরে পৌছে দেবো। এ লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা এমনকি ব্যক্তি পর্যায়েও ত্রাণ দিচ্ছেন। আমরা সম্বন্বিতভাবে এই ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমের সাথে আশা আমাদের সাথে সামিল হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত