বরকলে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী পেল বিভিন্ন পেশার মানুষ

Published: 11 May 2020   Monday   

করোনা ভাইরাস মোকাবেলায়  প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী  সোমবার রাঙামাটির বরকল উপজেলায় বিভিন্ন পেশা শ্রেনীর লোকজনদের মাঝে  বিতরণ করা হয়েছে।

 

বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা কার্যালয়ে গণমাধ্যকর্মী,খেলোয়াড়,প্রতিবন্ধী শিক্ষার্থী,খ-কালীন শিক্ষক ও শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। এসময় প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা,উপজেলা নির্বাহী অফিসের অফিস স্টাফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

গণমাধ্যমকর্মী রয়েছেন ৭জন,খেলোয়াড় ৮জন, খ-কালীন শিক্ষক ৩জন,শিল্পী ১১ জন  ও প্রতিবন্ধী শিক্ষার্থী ৭জনসহ মোট ৩৬ জন।

 

এতে চাল ১০ কেজি,তেল ৫০০গ্রাম,পেঁয়াজ ১কেজি ও আলু ১ কেজি রয়েছে।এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি জনকে ৫শ টাকা করে ৭জনকে মোট ৩হাজার ৫শ টাকা দেয়া হয়।

 

অন্যদিকে বরকল প্রেস ক্লাবের মাঝে পিপিই,সাবান,হ্যান্ড গ্লোবস,মাস্ক ও ব্লিচিং পাউডার সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত