লক্ষ্মীছড়ি সেনা জোনের সহায়তায় অপারেশন হওয়া ৪৫ জন চক্ষু রোগীর মাঝে চশমা বিতরণ

Published: 03 Mar 2014   Monday   

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশন সফল হওয়া ৪৫ জন রোগীর মাঝে সোমবার চশমা বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীছড়ি জোন সদরের উদ্যোগে সোমবার ১৬ ফিল্ড রেহিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, বিনামূল্যে চক্ষু অপারেশন সফল হওয়া ৪৫ জন রোগীর মাঝে চশমা বিতরণ করেন। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর তানভীর, এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন জাওয়াদ, ক্যাপ্টেন ফয়েজ (আরএমও) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ৩ দিন ব্যাপী লক্ষ্মীছড়ি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির উদ্বাধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আনোয়ারুল ইসলাম, পিএসসি। চক্ষু অপারেশন ছাড়াও প্রায় ১ হাজার ২’শ রোগীকে অন্যান্য স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়। চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা সেবা প্রদান করেছেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত