দুমদুম্যা ইউনিয়নে অসহায় ও দু:স্থদের মাঝে ত্রাণ পৌছে দিল সেনাবাহিনী

Published: 07 May 2020   Thursday   

করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া রাঙামাটি জুরাছড়ি উপজেলার ভারতে সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়ে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। 

 

বৃহস্পতিবার(৭ মে) সকালে সেনা বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে ৪শ ৩০ পরিবারের জন্য চাল, ডাল, তৈলী, আলু, লবন, আদা, বিস্কুত, সাবান সরবরাহ করা হয়। এ সব সহায়তা সামগ্রী দুমদুম্যা ইউনিয়নের বগাখালী বিজিবির ক্যাম্পের নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পের ফটকে বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসন ও রণতূর্য সাত জুরাছড়ি জোনের উদ্যোগে দুমদুম্যা ইউনিয়নের এ সময় সহায়তা তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এ সময় বিজিবির সেক্টর কমন্ডার কর্ণেল এ এস এম ফয়সাল, জি এস ও-২ মেজর মোঃ মহিউদ্দিন ফারুকী, ওয়ার্ড সদস্য কালা চোখা তঞ্চঙ্গ্যা ও সাপনেম পাংখোয়া, প্রবীন হেডম্যান সমূর পাংখোয়া, কার্ব্বারী লংগ তঞ্চঙ্গ্যা, যমুনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজন উপস্থিত ছিলেন।


এদিকে রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও বিজিবির সেক্টর কমন্ডার কর্ণেল এ এস এম ফয়সাল হেলিকপ্টার যোগে দুমদুম্যা ইউনিয়নে যাত্রার পথে সংক্ষিপ্ত সময়ের জন্য যক্ষাবাজার আর্মি ক্যাম্পে নামেন। এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল তানভীর হোসেন তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় মেজর মোঃ মঞ্জুর মরশেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুল হাই পিপিএম, দুমদুম্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বর্তমানে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্বের পাশাপাশি চলছে অঘোষিত লক ডাউন। এ অবস্থায় দুর্গমতা ও পরিবহন যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় দুমদুম্যা ইউনিয়ন জুড়ে খাদ্য সংকট দেখা দেয়। এ সংকট মোকাবেলার জন্য জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জেলা প্রশাসকে অবগত করেন। এতে জেলা প্রশাসক রাঙামাটি রিজিয়নকে হেলিকপ্টারযোগে ত্রাণ বিতরনের জন্য অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত