কাউখালীতে কর্মহীনদের পাশে সবুজ খাম

Published: 05 May 2020   Tuesday   

করোনা পরিস্থিতি মোকাবেলায়  মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মৌনপাড়ার ৪০ পরিবারকে ‘সবুজ খাম’ ত্রান সামগ্রি বিতরণ করেছে। মানবতাবাদী, সমাজসেবী, উদার ও মহানুভব বিভিন্ন ব্যক্তির অর্থ সহায়তায় এ পর্ষন্ত রাঙামাটিতে ‘সবুজ খামের পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া ১৬৭ পরিবারকে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে।

 

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মৌনপাড়ার ৪০ পরিবারকে চালসহ ত্রাণসামগ্রী বিতরণ করেছে সবুজ খাম। উল্টাপাড়া গ্রামে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন, সামাজিক উদ্যোগটির  তত্ত্বাবধায়ক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা, সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি প্রগতি খীসা, সবুজ খাম’এর সমন্বয়ক প্রমী খীসা, তত্ত্বাবধায়কের বিশেষ সহকারী চিক্কো মণি তালুকদার, জোনাকি চাকমা, সুপিকা চাকমা প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, দুর্গম ওইসব পাহাড়ি এলাকায় চরম খাদ্য অভাব দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে দিন কাটছে অসংখ্য পরিবারে।

 

ত্রাণ সহায়তাকারী উদ্যোক্তারা জানান. তারা আগে রাঙামাটি পৌর এলাকার রাজদ্বীপ, সদর উপজেলার বন্দুকভাঙ্গা এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চাম্পাতলীসহ বিভিন্ন পাহাড়ি গ্রামে ১২৭ পরিবারকে ত্রাণ-সামগ্রী উপহার দিয়েছে ‘সবুজ খাম’। এরপর তাদের ত্রাণসামগ্রী বিতরণ করা হবে, জেলার নানিয়ারচরসহ খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম এলাকার কর্মহীনদের মধ্যে।    

 

প্রত্যেক অসহায় পরিবারকে সহায়তার উপহার হিসেবে ৭ কেজি চালসহ সোয়াবিন তেল, আলু, লবণ ও শুটকি এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত