জুরাছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কর্মহীনদের জন্য সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রান্তিক পর্যায়ে মানুষদের সহায়তা প্রদান করছে। জুরাছড়ি-বনযোগীছড়া ইউনিয়নের ২৪ পরিবারের ঘরে ঘরে সহায়তা প্রদানের মাধ্যমে তৃতীয় পর্যায়েরে সহায়তা প্রদান শুরু করা হয়েছে।
সোমবার সকালে বনযোছড়া ইউনিয়নের ধামাই পাড়াই দরিদ্র হিমাংশু চাকমাকে(৭০) ঘরে নগদ অর্থ প্রদানের মাধ্যমে উদ্ভোধন করা হয়। এ সময় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ব্র্যাক উপজেলা ম্যানেজার অনিল বরন দেওয়ান উদ্ভোধন করেন। এসময় স্থানীয় সংবাদিক সুমন্ত চাকমা, ব্র্যাকের পিও অংগ্রী থোয়াই মারমা ও স্বাস্থ্যকমীগণ উপস্থিত ছিলেন।
ব্র্যাক ম্যানেজার অনিল বরন দেওয়ান জানান, ব্র্যাক ইতি মধ্যে প্রথম দফা ২৫০ পরিবার, ২য়দফা রাঙামাটি সেচ্ছা সেবী সংগঠন উম্মেষের মাধ্যমে ২০১ পরিবার এবং তৃতীয় পর্যায়ের ১৬৮ পরিবারের মধ্যে জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপিনয়নের ২৪ পরিবার এবং দুমদুম্যা ইউনিয়নের ১৪৪ পরিবারকে ব্র্যাক কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে। যা প্রতিটি পরিবার পাচ্ছেন এক হাজার পাঁচশত টাকা করে।
দুমদুম্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধান কুমার চাকমা বলেন, করোনা ভাইরাসে অঘোষিত লক ডাউনে খাদ্য সংকট দেখা দিয়েছে। দুমদুম্যাবাসীকে এই সহায়তা প্রদান উদ্যোগ খুবই প্রশংসানিয় ।
বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ব্র্যাকে এ কার্যক্রমকে প্রসংশা জানিয়ে বলেন, ব্র্যাকের এ সহায়তা তৃণমূলের হতদরিদ্র কর্মহীদের সহায়তা ভূমিকা পালন করছে। এ সহায়তা অব্যহত রাখার অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের প্রান্তিক পর্যায়ে সহায়তার পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক তৃণমূল পর্যায়ে সহায়তা পৌছে দিচ্ছেন। এই সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো এগিয়ে আসা প্রয়োজন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.