করোনা পরিস্থিতিতে গৃহবন্দি, কর্মহীন ও অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন বাবুছড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ।
সোমাবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি হেডম্যান পাড়া জুনিয়র স্কুল মাঠে ১৫ গ্রামের দুই শত পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সদস্যরা। বনভান্তের অন্যতম শিষ্য নন্দ পাল ভান্তের নির্দেশে তার শিষ্য মন্ডলীর আর্থিক সহায়তায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীতে রয়েছে ১০ কেজি চাল,দুই প্যাকেট ভালোমানের বিস্কুট , দুপরের খাবরের প্যাকেট ও এক বোটল বিশুদ্ধ পানি। মূলত বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকার অসহায় ও দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা বিরতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাধানা টিলা বনবিহরের বিহাধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে, কালোদ্বয় ভান্তে,মঙ্গল প্রিয় ভান্তে,বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ জীবন খীসা, বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন চাকমা, সহ-সভাপতি পূর্ণ জ্যোতি চাকমা,মহিলা সম্পাদিকা জয়তি চাকমা,মহিলা সম্পাদিকা টেনসি চাকমা ও সদস্য রূপা চাকমা।
এ খাদ্য সহায়তা বিরতনের সময় সাধনা টিলা বিহারধ্যক্ষ বুদ্ধ বংশ ভান্তে ও বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন চাকমা বলেন, কারোনা কোভিড-১৯ এর কারনের প্রত্যান্ত এলাকা খেটে খাওয়া লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের কথা চিন্তা করে বনভান্তের অন্যতম শিষ্য নন্দ পাল ভান্তে তার শিষ্যদের গবীর অসহায় ও কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকা ১৫টি গ্রামে দুইশত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদিকা টেনসি চাকমা বলেন যেহেতু অনেক ভিতর এলাকা থেকে লোকজন এ খাদ্য সহায়তা নিতে আসেবে সেই জন্য তাদের একটি করে ভাতের প্যাকেটের ব্যবস্থা করা হয়। এছাড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থদের সহায়তা করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.