রোববার ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে ২৫টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম(পিপিই) জেলা সিভিল সার্জন কার্যালয়ে হস্তান্তর করেছে।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম কর্তৃক প্রেরিত ২৫টি পিপিই জেলার সিভিল সার্জন ডা: বিপাশ খীসার কাছে হস্তান্তর করে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসময় রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক উসাং মং, মোঃ নিজাম উদ্দিন ও সচিব মু শাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা: বিপাশ খীসা এফবিসিসিআই ও রাঙামাটি চেম্বার অফ অব কমার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি করোনা চিকিৎসায় চিকিৎসকদের জন্য এসব পিপিই অত্যন্ত জরুরী এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.