করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে কর্মহীনদের পাশে ‘সবুজ খাম’

Published: 02 May 2020   Saturday   

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি রাঙামাটিতে কর্মহীন ও দুস্থ মানুষের পাশে সামাজিকভাবে ত্রাণ সহায়তার এগিয়ে এসেছে, ‘সবুজ খাম’ নামক একটি সামাজিক গোষ্ঠী। শুক্রবার সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চার পাহাড়ি গ্রামের কর্মহীন ৬০ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির পক্ষ থেকে।

 

সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চার পাহাড়ি গ্রামের ৬০ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সবুজ খাম’এর তত্ত্বাবধায়ক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা, পরামর্শক ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি প্রগতি খীসা, সবুজ খাম’এর সমন্বয়ক প্রমী খীসা, তত্ত্বাবধায়কের বিশেষ সহকারী সচিব চাকমা নবীন ও ত্রিরতন চাকমা প্রমুখ।

 

 এর আগে রাঙামাটি পৌর এলাকার রাজদ্বীপে ৩৭ এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চাম্পাতলী গ্রামে ৩০ পরিবারকে ত্রাণ-সামগ্রী উপহার দেয় ‘সবুজ খাম’। এরপর তাদের ত্রাণ সহায়তা যাবে রাঙামাটি জেলার নানিয়ারচর, কাউখালী, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম এলাকার কর্মহীনদের মধ্যে।    

 

উদ্যোক্তারা জানান, রাঙামাটির কবি ও সাহিত্যিক প্রগতি খীসার মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমী খীসার উদ্যোগে করোনার পরিস্থিতির কারণে পাহাড়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সহায়তার লক্ষে সাড়া দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মানবিক, উদার ও মহানুভব ব্যক্তি। এসব মহানুভব ব্যক্তির দেয়া অর্থে তিন পার্বত্য জেলায় ত্রাণ বিতরণের জন্য গড়ে তোলা হয়, সবুজ খাম নামক সামাজিক উদ্যোগটি। তারা প্রত্যেক অসহায় পরিবারকে সহায়তার উপহার হিসেবে ৭ কেজি চালসহ সোয়াবিন তেল, আলু, লবণ ও শুটকি এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত