রাঙামাটিতে প্রসূতি নারীকে বাঁচাতে এগিয়ে আসলো সেনাবাহিনী

Published: 01 May 2020   Friday   

রাঙামাটিতে এক প্রসূতি নারীকে বাঁচাতে এগিয়ে এসেছে সেনা সদস্যরা। শুক্রবার  শহরের শিল্পকলা একাডেমী কার্যালয় ঘাটে প্রচন্ড ব্যাথা নিয়ে আসা প্রসূতি নারী ও তার স্বজনদের বসে থাকতে দেখে টহলরত সেনা সদস্যরা এগিয়ে এসে তাৎক্ষনিকভাবে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

 

জানা যায়, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা ম্যারাডোনা চাকমা তার প্রসূতি স্ত্রীর প্রচন্ড ব্যাথা হওয়ায় তিনি বোটে করে রাঙামাটি শিল্পকলা কার্যালয় ঘাট এলাকায় নিয়ে আসেন। কিন্তু ঘাট এলাকায় পৌছলেও গাড়ী না থাকায় হাসপাতালে নিয়ে যেতে পারছেন না বলে স্বজনরা কান্নাকাটি করছিলেন। এসময় সেনা বাহিনী ও জেলা প্রশাসনের নিয়মিত টহলদলের বিষয়টি চোখে পড়লে তারা এগিয়ে যান এবং বিষয়টি জানতে চান। এতে স্বজনরা বিষয়টি বললে তাৎক্ষনিকভাবে টহল দলের ক্যাপ্টেন রেজাউল করিমের নির্দেশে সেনা সদস্যরা বোট থেকে প্রসূতি নারীকে উঠিয়ে সেনা সদস্যরা গাড়ী খালি করে রোগীকে  হাসপাতালে  পাঠিয়ে দেয়। তবে হাসপাতালে নিয়ে আসা প্রসূতি নারী মৃত সন্তান প্রসব করলেও মা সুস্থ রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত