রাঙামাটিতে ইঞ্জিন বোটে কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে নিরাপদ স্থানে নিয়েছে প্রশাসন

Published: 01 May 2020   Friday   

রাঙামাটির বরকল উপজেলার সুভলং ইউনিয়নের তন্যাছড়ি গ্রাম থেকে পাশের বরকলক গ্রামের পাহাড়ি ঘোনায় ইঞ্জিন বোটে কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে নিরাপদ হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিয়েছে বরকল উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ষিয়টি প্রশাসনের নজরে আসলে বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মন্জুরুল আলম ইঞ্জিন বোটে অবস্থানকারী সকলকে তাদের নিরাপদে বাড়ি নিযে যাবার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।

 

ফলে ৯দিন ইঞ্জিন বোটে কোয়ারেন্টাইনে থাকার পর সকলে বাড়ি ফিরে গেছেন বলে জানান কোয়ারেন্টাইনে থাকা বিরো কুমার চাকমা। বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মন্জুরুল হক জানান কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেককে ১০ কেজি চাউল দেয়া হবে। তাদের প্রতি সদয় হয়ে বিষয়টি প্রশাসনর নজরে আনায় গণমাধ্যমক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কোয়ারেন্টাইনে থাকা লোকজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত