রাঙামাটি পাবলিক কলেজে জেলা প্রশাসকের কম্পিউটার হস্তান্তর

Published: 30 Mar 2015   Monday   

সোমবার জেলা প্রশাসন পরিচালিত রাঙামাটি পাবলিক কলেজের কম্পিউটার ল্যাব’-এ দুটি কম্পিউটার হস্তান্তর করেছেন জেলা প্রশাসক ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সামসুল আরেফিন।

 

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সামসুল আরেফীন। কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, দাতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক  দুটি কলেজের  হস্তান্তর করেন।

 

জেলা প্রশাসক বলেন, পিছিয়ে পড়া রাঙামাটি পার্বত্য জেলার জনগোষ্ঠীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে এ পাবলিক কলেজটিকে যথাপযোগী ও মানসম্মত করে প্রতিষ্ঠিত করা প্রশাসনের মূল লক্ষ্য। কলেজটি প্রতিষ্ঠায় সচেতন, মহৎ ও দাতা ব্যক্তিদের অনেকে যেভাবে উদারতায় এগিয়ে এসেছেন তা বাংলাদেশে একটি উদাহরণ। তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানে শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে পারদর্শী করে তুলতে শুরুতেই কলেজে কম্পিউটার ল্যাব চালু করা হয়। সরকার পার্বত্যাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। সেই লক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয় সরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত