রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

Published: 30 Apr 2020   Thursday   

করোনা ভাইরাসে রাঙামাটিতে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।


জেলা সমাজ সেবা কর্মকর্তা জানান উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, আলু ও সাবান। পরবর্তীতে আরো চারশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হবে।


বিতরণকালে দীপংকর তালুকদার এমপি বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তাস্বরূপ এই উপহার প্রদান করা হচ্ছে। আপনাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা আমাদের দায়িত্ব। তাই প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করবেন’না। নিজেও সুস্থ থাকুন, পরিবারকেও সুস্থ রাখুন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আপনাদের পাশে ছিলেন, থাকবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত