খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত,আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত

Published: 29 Apr 2020   Wednesday   

খাগড়াছড়ির দীঘিনালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃুবধারে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।


দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান ‘ করোনা আক্রান্ত ব্যাক্তি পোশাক শ্রমিক ।তিনি নারায়ণগঞ্জ ফেরত। গেল ১৮ এপ্রিল ঐ ব্যক্তি দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে ছিলেন। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পরীক্ষায় করোনায় পজেটিভ আসে।’


দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ উল্ল্যাহ জানান ,‘ বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জনকে ঐ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত