করোনা প্রার্দুভাব মোকাবেলায় নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে দুর্গম এলাকায় বসবাসরত শ্রমজীবি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি পৌছে দিয়েছে।
চলমান করোনা পরিস্থিতিতে দেশব্যপাী লকডাউনের কারণে বর্তমানে দুর্গম অঞ্চলের শ্রমজীবি দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনসধারন অত্যন্ত দুর্বিসহ জবন যাপন করছে। নানিয়রচরের দুর্গম পাহাড়ী এলাকায় দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে স্থানীয় বেসামরিক প্রশাসন যে সকল এলাকায় ত্রাণ সামগ্রি পৌছাতে সক্ষম হয়নি। সোমবার নানিয়ারচর সেনা জোনের সেনা সদস্যরা পায়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেসব এলাকায় অসহায়,দুৎস্থ ও সুবিথা বঞ্চিত জনগনেল বাড়ীতে ইফতার ও খাদ্য সামগ্রি পৌছে দেয়। এসময় প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, কেজি ডাল, ১কেজি চিনি, ১লিটার তৈল,২কেজি মুড়ি,২কেজি ছোলা, কেজি খেজুর ও ১০প্যাকেট বিস্কুট এর সমন্বয়ে একটি প্যাকেট তুলে দেয়া হয়।
উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এলাকার সুবিধা বঞ্চিত জনসদাধারনের কল্যার্থে সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে বাচিয়ে উক্ত ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.