করোনা আক্রান্ত বা মুমুর্য রোগীদের সেবার জন্য রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেবুলাইজার, অক্সিজেন সিলিন্ডার ও ফ্লুমিটার বিতরণ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ইউকে এইড ও ষ্টার্ট ফান্ড বাংলাদেরশর সহায়তায় এসব অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন জেলা প্রশাসক একেএম মামুননুর রশীদ। এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান,রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ গৌরব দেওয়ান, আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা প্রমুখ।
এসময় করোনা আক্রান্ত বা মুমুর্য রোগীদের সেবার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ৩টি, মাতৃমঙ্গল হাসপাতালে ২টিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১১টি নেবুলাইজারসহ অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে আশিকা ডেভেপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ১৩টি নেবুলাইজাসহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.