করোনা ভাইরাস সংক্রামণ মোকাবেলায় সরকারের পাশাপাশি ও বেসরকারী বিভিন্ন উন্নয়ন সংস্থা গুলোও নানা উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলায় করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডার, ফ্লুমিটার, নেবুলাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।
২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট চিকিৎসা সামগ্রী হিসেবে অক্সিজেন সিলিন্ডার, ফ্লুমিটার ও নেবুলাইজার হস্তান্তর করে বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল ও ১০ শয্যা বিশিষ্ট লগগেট হাসপাতালেও উক্ত স্বাস্থ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আশিকার প্রকল্প কর্মকর্তা জ্ঞান প্রিয় চাকমা, জুবময় পাংখোয়া ও অমীয় সাগর চাকমা প্রমুখ ।
এছাড়া, সংস্থাটি উপজেলার ৭০টি পরিবারের মধ্যে হাত ধোয়ার উপকরণও বিতরণ করেন। উপকরণ হিসেবে প্রতি পরিবারকে টেপযুক্ত বালতি, ডেটল সাবান, মগ,টিস্যু,মাস্ক, হুইল পাউডার ও লিপলেট বিতরণ করা হয়। জনসাধারণকে সচেতন করতে বিলবোর্ড স্থাপন, মাইকিং, ফেষ্টুন এবং একটি জনসমাগম স্থলে ক্লিনিং কর্ণার স্থাপন করা হয়।
সংস্থার প্রকল্প কর্মকর্তা জ্ঞান প্রিয় চাকমা বলেন, আমরা করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্টার্ট ফান্ড, বাংলাদেশ এর সহযোগীতায় বেসরকারী সংস্থা হিসেবে সরকারের পাশাপাশি রাঙামাটি জেলার ১০টি উপজেলায় কাপ্তাই উপজেলার মত করে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সামগ্রী, জরুরী সহায়তা প্রদান করছি। ১০ টি উপজেলা ছাড়াও বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে হাম দূর্গত এলাকার ২শ` পরিবারকে নগদ ১ হাজার টাকা করে আর্থিক সাহয্য প্রদান করা হয়েছে। বর্তমানে সেখানে একটি ভ্রাম্যমান মেডিকেল টিম এলাকাবাসীর চিকিৎসার জন্য সর্বক্ষনিক অবস্থান করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.