রাঙামাটিতে দুদিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্ধোধন

Published: 29 Mar 2015   Sunday   

রোববার থেকে রাঙামাটি সদরে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। 

 

সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর টু আই প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান চম্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম।

 

পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও কলেজসহ  ৩৭টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। মেলাস্থলে সবাইয়ের জন্য ওয়াইফাই জোন উন্মুক্ত করার পাশাপাশি ইউনিয়ন তথ্য সেবাদানকারী উদ্যেক্তারা বিভিন্ন তথ্য সেবা প্রদান করবেন।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের একটি বৃহত্তর অংশ হলেও একটি মহলের আতার্ত করে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত