রাঙামাটিতে সেনাবাহিনী দুর্গম স্থানে দুস্থ ও গরীবদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে

Published: 22 Apr 2020   Wednesday   

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য রাঙামাটিতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সাধারন জনসাধারনেকে সচেতনার পাশাপাশি  কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে বুধবার খাদ্য সহায়তা পৌছে দিয়েছে সেনাবাহিনী। মানুষকে বাড়ীতে অবস্থান করতে উৎসাহিত করার জন্য সেনাবাহিনী তাদের নিজস্ব প্রাপ্ত রেশন থেকে বাচিয়ে এসব ত্রাণ সহায়তার উদ্যোগ গ্রহন করেছে।  

 

সকালে রাঙামাটির  দুর্গম এলাকা মিতিঙ্গাছড়ি, শিলছড়ি হেমন্ত পাড়া. শুভলং বাজারসহ বিভিন্ন দুর্গম স্থানে কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল  ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর জোনের সার্জন কমান্ডার মেজর মোঃ হাবিবুল্লাহ খান, শুভলং ক্যাম্পের কামান্ডার ক্যাপ্টেইন আসমাইল, শুভলং ক্যাম্পের টুআইসি লেপ্টেনেন্ট রেজওয়ান প্রমুখ। এসব খাদ্য সহায়তার মধ্য রয়েছে ২০ কেজি ওজনের প্যকেটে চাল,আটা, পেয়াজ,ডাল ও তৈলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

 

এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল  ইসলাম  বলেন, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়া এবং করোনা প্রতিরোধে জনসচেনতা গড়ে তোলাসহ সবাইকে সঠিকভাবে হাত ধোয়া, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন, দুযোর্গপূর্ন মহুর্তে সেনা বাহিনী সার্বক্ষনিক জনগনের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সেনাবাহিনী থেকে এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ^স্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত