রাঙামাটিতে নতুন করে ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে

Published: 22 Apr 2020   Wednesday   

রাঙাামাটিতে নতুন করে বুধবার ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।  এই নিয়ে রাঙামাটি জেলায়  ৮৮৭ জনের কোয়ারেন্টাইনে রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬১৮ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ২৬৯ বুধবার (২২ এপ্রিল) পূর্বে কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ২২২ জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৬৫ জন। তবে আইসোলেশনে কোন রোগী ভর্তি নেই।

 

জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হলে ১২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৯১ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৩২ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানিয়েছেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত