মহালছড়িতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

Published: 22 Apr 2020   Wednesday   

করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে বুধবার মহালছড়ি উপজেলায়  মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা।

 

জানা গেছে, করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে বুধবার মহালছড়ি উপজেলায়  মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রাখা হয়। বুধবার তাদের দেখতে যান মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমা। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুরেশ চাকমা, স্থানীয় ইউপি সদস্য ধীমান চাকমা এবং জাবারং এনজিও প্রতিনিধি মিল্টন খীসা উপস্থিত ছিলেন।

 

এসময় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমা প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়গুলো খোঁজ-খবর নেন। সামাজিক দূরত্ব বজায় রাখা, কাশি, শিষ্টাচার মেনে চলা, সরকারের নির্দেশনা মেনে চলা এবং কোয়ারেন্টাইন এর নিয়মগুলো কঠোরভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। পরে তিনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার লোকদের খোঁজ খবর নেন। অসুস্থদের স্বাস্থ্য সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেন। কারোর স্বাস্থ্য গত সমস্যা দেখা দিলে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে হাসপাতালে তাৎক্ষণিকভাবে খবর দিতে অনুরোধ করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত