বান্দরবানে করোনা ভাইরাস পজিটিভ ৩ রোগী সনাক্ত হয়েছে। গেল মঙ্গলবার রাতে রিপোর্ট আসার পর তা নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা থানচি উপজেলা ইউএনও, ওসি এবং জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২৪জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা ভাইরাস পজিটিভ ৩জনের মধ্যে দুইজন দুর্গম থানচি উপজেলার ও অন্যজন লামা উপজেলার এক মহিলা।
জানা গেছে, গেল ১৬ তারিখ জেলা সদর হাসপাতালে ভর্তি হন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা রোগী। সেখানে তার চিকিৎসা চলছিল। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল তিন দিন আগে এক মহিলা করোনা উপর্সগ নিয়ে ভর্তি হয়। তার কাছ থেকে নমুনা সংগ্রহ করা করে পাঠানো হয়। গেল মঙ্গলবার রাতে রিপোর্ট আসার পর তা নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা থানচি উপজেলা ইউএনও, ওসি এবং জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২৪জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা ভাইরাস পজিটিভ ৩জনের মধ্যে দুইজন দুর্গম থানচি উপজেলার ও অন্যজন লামা উপজেলার এক মহিলা।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদুর জামান মুরাদ জানান, গেল ১৫ তারিখ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপর্সগ নিয়ে ২জন রোগী আসেন। তাদের মধ্যে থানচির উপজেলার এক পুলিশ সদস্য (এএসআই) অন্যজন রেমাক্রি ইউনিয়নের বড় মদকের। তিনি গাছ ব্যবসা ও ঠিকাদারের সঙ্গে জড়িত আছেন। ব্যবসার কাজে কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন। ওইদিনেই তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। বড় মদক থেকে আসা ব্যক্তিকে পরেরদিন জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, গেল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে করোনা রির্পোট আসার পর নিশ্চিত হওয়া গেছে দুইজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এরপর থেকে থানচি উপজেলার ২ জন মেডিকেল অফিসার ও ৪ জন নার্সকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্য থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলের সঙ্গে ডিউটিতে ছিলেন তাই ইউএনওকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। থানচি থানা ওসি সাইফুর উদ্দিন আনোয়ারও কোয়ারেন্টিনে আছেন।
জেলা সিভিল সার্জন অংশৈ প্রু জানান, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া গেছে থানচির দুইজন পুরুষ ও লামার এক মহিলার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা আক্রান্ত তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা সনাক্ত হওয়ার পর বান্দরবান সদর হাসপাতালের ৪ চিকিৎসক, ১০ জন নার্স ও লামা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন নার্সকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের আত্বীয়-স্বজনকেও কোয়ারেন্টিনে রাখার অনুরোধ জানানো হয়েছে। আক্রান্ত দুই পুরুষের বয়স ৩৫, মহিলার বয়স ৩২ বছর।
উল্লেখ, গেল ১৬ এপ্রিল বান্দরবানে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। আক্রান্ত রোগীকে বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.