কাপ্তাইয়ে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

Published: 29 Mar 2015   Sunday   

কাপ্তাইয়ে লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় ১৫ দিন ব্যাপী বেসিক আইটি/সিটি লিটারেসি ট্রেনিং এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে  রোববার।

 

উপজেলা মিলনায়তনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শফিউল আলম খোকন, কাপ্তাই এলপিসির ব্যবস্থাপক মোস্তাক আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সেলভিশন টেকনোলজি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেন।

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা মাকসুদুর রহমান বাবুল, সেলভিশন টেকনোলজির সমন্বয়ক মোজাম্মেল হক বাচ্চু, টেকনোলজির কর্মকর্তা আবু সাঈদ ফিরোজ, বিপ্লব মালাকার, খালেদ হাসান. সোহাগ হাওলাদার, পারভেজ আহমেদ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচীতে কাপ্তাই ইউনিয়নের ২০জন ও চন্দ্রঘোনা ইউনিয়নের ২০জন সহ মোট ৪০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত