পানছড়িতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য নাগরিক পরিষদ

Published: 19 Apr 2020   Sunday   

করোনায় প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া রোববার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।


পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেনের স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক সহযোগীতায় ও নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের ৬ষ্ঠ ধাপে রোববার পানছড়ি উপজেলায় বিতরন করা হয়। সোমবার মহালছড়ি ও গুইমারা উপজেলায় ত্রান বিতরণ করা হবে।


পানছড়ি উপজেলায় যেসব স্থানে ত্রাণ বিতরণ করা হয় সেগুলো হল মধ্যনগর,মোল্লা পারা,মুসলিম নগর,উল্টাছড়ি ও বাজার এলাকাসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।


ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের,উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক (কাউন্সিলর)এস এম মাসুম রানা,কেন্দ্রীয় নেতা মোঃ আসাদ উল্লাহ,রবিউল হোসেন,নজরুল ইসলাম মাসুদ, এবং জেলা শাখার নেতা সুমন আহমেদ,আশরাফুল আলম রনি,কামরুল ইসলাম,গোলাম মোরশেদ,বেলাল হোসেন রনি।পানছড়ি উপজেলা নেতা এরশাদ আলী,মোঃরুবেল,সৈকদ,দেলোয়ার হোসেন প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত