জুরাছড়িতে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী

Published: 19 Apr 2020   Sunday   

করোনা ভাইরাস প্রদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে রোববার রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে।

 

বনযোগী ছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন ও হতদরিদ্র ৪০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জুরাছড়ি সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ তানভীর হোসেন। এ সময় ক্যাপ্টেন মিলন মেহেদী উদয় উপস্থিত ছিলেন।


এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃ তানভীর হোসেন বলেন, এই দুর্যোগ মহুর্তে পার্বত্য এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে আইন শৃংখলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি এসব সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রতিরোধ করা সম্ভব না হলে বিরাজমান শান্তিপূর্ন পরিবেশ আরো অবনতি হতে পারে।

 

তিনি করোনা ভাইরাস থেকে নিজে ও সমাজকে সুরক্ষার পাশাপাশি সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত