আইমাছড়া ইউপির ১৮৪জন দুষ্ট পরিবারের মাঝে জিআর ক্যাশ বিতরণ

Published: 18 Apr 2020   Saturday   

বরকলের আ্ইমাছড়া ইউনিয়নের ১৮৪জন দুষ্ট পরিবারের জিআর ক্যাশ বরাদ্দকৃত নগদ অর্থ ওয়ার্ড মেম্বারদের হাতে তুলে  দেয়া হয়েছে। এই নগদ তুলে দেন আ্ইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা।   

 

বরকলে আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৮৪জন দুষ্ট পরিবারের জিঅার ক্যাশ বরাদ্দকৃত অর্থ (২০১৯ -২০ অর্থবছর) শনিবার বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের হাতে তুলে দিয়েছেন  আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।

 

আ্ইমাছড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে প্রতিজন ১শ৫০ টাকা করে ২০ জনের সর্বমোট ৩হাজার টাকা ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেনের কাছে, ২নং ওয়ার্ডে প্রতিজন ১শ৫০ টাকা করে ২২জনের সর্বমোট ৩হাজার ৩শ টাকা ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমানের কাছে, ৩নং ওয়ার্ডে প্রতিজন ১শ৫০টাকা করে ১৮ জনের সর্বমোট ২হাজার৭শ টাকা ৩নং ওয়ার্ডের মেম্বার ভগিনী সেন চাকমার কাছে, ৪নং ওয়ার্ডে প্রতিজন  ১শ৫০টাকা করে ২১জনকে সর্বমোট ৩হাজার১শ৫০টাকা ৪নং ওয়ার্ডের মেম্বার কালি কুমার চাকমার কাছে, ৫নং ওয়ার্ডে ১শ৫০টাকা করে ২১ জনকে সর্বমোট ৩হাজার ১শ ৫০টাকা ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য শুভ মালা চাকমার কাছে, ৬নং ওয়ার্ডে  প্রতিজন ১শ৫০টাকা করে ১৯জনকে সর্বমোট ২হাজার ৮শ ৫০টাকা ৬নং ওয়ার্ডের মেম্বার করুনা লাল চাকমার কাছে, ৭নং ওয়ার্ডে প্রতিজন ১শ৫০টাকা করে ২২জনকে সর্বমোট ৩হাজার৩শ টাকা৭নং ওয়ার্ডের মেম্বার  শান্তি কুমার চাকমার কাছে, ৮নং ওয়ার্ডে প্রতিজন ১শ৫০টাকা করে ২০জনকে সর্বমোট ৩হাজার টাকা ৮নং ওয়ার্ডের মেম্বার রসিক কুমার চাকমার কাছে ও ৯নং ওয়ার্ডে প্রতিজন ১শ৫০টাকা করে ২১ জনকে সর্বমোট ৩হাজার ১শ ৫০ টাকা ৯নং ওয়ার্ডের মেম্বার কান্ত মনি চাকমার হাতে ১৮৪ জনের সর্বমোট ২৭ হাজার ৬শ টাকা তুলে দেওয়া হয়। 

 

আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, ভিজিএফের  চাল প্রথম ধাপে বিতরণ করা হলেও জিঅার ক্যাশ বরাদ্দ না থাকায় তখন দেয়া সম্ভব হয়নি। অার এবারে জিঅার ক্যাশ বরাদ্দ অাসায় সাথে সাথে নগদ ২৭হাজার ৬শ টাকা ওয়ার্ড মেম্বারদের হাতে তুলে দিতে সক্ষম হয়ছি। এখন দুষ্ট পরিবারের হাতে সে টাকা তুলে দেয়ার দায়িত্ব হলো ওয়ার্ড মেম্বারদের। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                                  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত